মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নিজের মালিকানাধীন রিসোর্টকে জনগণের জন্য আশ্রয় কেন্দ্র ঘোষণা করলেন-সাবেক এমপি বদি

প্রকাশিত হয়েছে-

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, উখিয়া কক্সবাজার।

ঘূর্নিঝড় মোখায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও জনগণের জানমাল রক্ষায় নিজের মালিকানাধীন সানরাইজ রিসোর্টকে জনগণের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য জনাব আবদুর রহমান বদি।
বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই ঘোষনা দেন।

এ ব্যাপারে জানতে চাইলে আবদুর রহমান বদি বলেন, ইতোমধ্যে আবহাওয়া বার্তায় বলা হয়েছে সম্ভাব্য ঘূর্নিঝড় মোখা আগামী দুই এক দিনের মধ্যে উপকূলে আঘাত আনতে পারে। আর এই আঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। সেজন্য দ্বীপবাসীর কথা চিন্তা করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আশ্রয় কেন্দ্রের পাশাপাশি অন্যান্য সহযোগিতাও দেওয়া হবে বলে তিনি জানান।

সাবেক এমপি বদি আরো বলেন, উখিয়া-টেকনাফবাসীকে ঘূর্নিঝড়ের ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

দুর্যোগের পরেও পাশে থাকবেন বলে জানান সাবেক এই এমপি।