
#UkhiyaVoice24.Com
নিজ দল ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতি বক্তব্য ও বিবৃতিতে শালীনতা বজায় রাখার আহবান জানিয়েছেন- পাবলিক হল ময়দান কক্সবাজার জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। ‘দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট, চাঁদাবাজি বন্ধ করতে হবে’ প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে কক্সবাজার পাবলিক হল ময়দানে জেলা সভাপতি মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী এ আর এম ফরিদুল আলমের সঞ্চালনায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দখলদারদের বিরুদ্ধে আন্দোলন, খুনি ও চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার আন্দোলন হবে ইনশাআল্লাহ। যে রকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে এ দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম, ঠিক তেমনি সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি, তাহলে চাঁদাবাজদের উৎখাত করতে সক্ষম হবো। ইনশাআল্লাহ।
পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামের সুমহান আদর্শ ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, আমরা যে কোন বিষয়ে শালিনতা বজায় রাখবো। অশালীন ভাষায় কাউকে কটাক্ষ করা যাবেনা। তিনি বলেন, শুধু নেতার পরিবর্তন করলে হবে না, সাথে নীতির সংষ্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট, চাঁদাবাজি বন্ধ করতে হবে। ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, সকল যন্ত্রযন্ত্রকারীদের বিষয়ে চোখ কান খোলা রেখে আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। জনসভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় আমেলা সদস্য ইসলামী স্কলার মুফতি রেজাউল করিম আবরার, জামায়াতে ইসলামী বাংলাদেশ কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা আমির নুরুল কবির হেলালী, জামায়াতে ইসলামী বাংলাদেশ কক্সবাজার জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম, এবি পার্টির কেন্দ্রীয় শরণার্থী বিষয়ক সম্পাদক সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুজা উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মোঃ আলী, দ্বীন কায়েম সংগঠন কক্সবাজার জেলা ছদর আলহাজ্ব বদিউল আলম সওদাগর, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজী, জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি ইয়াছিন আরাফাত প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা উত্তরের সভাপতি মাওলানা ইয়াহ্ইয়া সাঈদ, চকরিয়া থানা উত্তরের সভাপতি মাওলানা মনিরুল্লাহ সিকদার, রামু উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা ক্বারী আবু নাছের, টেকনাফ উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা আহমাদ হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, পেকুয়া উপজেলা সভাপতি মাওলানা আবুল কাশেম ফারুকী, মাতামুহুরি সাংগঠনিক থানা শাখার সভাপতি মাওলানা নুরুল্লাহ সিকদার, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হক আজিজী, টেকনাফ উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আবদুল খালেক নিজামী, কক্সবাজার পৌর শাখার সভাপতি কাউন্সিলর নুর মুহাম্মাদ মাঝু, রামু উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আসাদ উল্লাহ রহমানী, উখিয়া উপজেলা সভাপতি মাওলানা হাফেজ কলিম উল্লাহ, চকরিয়া থানা দক্ষিণের সভাপতি মাওলানা শেখ আহমাদ কবির ও কুতুবদিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ডাক্তার মুহাম্মাদ শরীফ সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।
জনসভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রার্থী ঘোষণা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবার কক্সবাজার জেলার চারটি আসনে হাতপাখা প্রতীকে কক্সবাজার-১ (সদর-কক্সবাজার) আসনে মনোনয়ন পেয়েছেন মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর, কক্সবাজার-২ (মহেশখালী, কুতুবদিয়া) আসনে অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক, কক্সবাজার-৩ (পেকুয়া-চকরিয়া) আসনে ডা. এস এম ইসমাইল ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নুরুল বশর আজিজী। প্রার্থীদের নাম ঘোষণা শেষে ঐক্যবদ্ধভাবে সবাইকে হাতপাখা মার্কার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ইসলামি দলের হাতে দেশ পরিচালনার দায়িত্ব থাকলে পুঁজিবাদী অর্থনীতির পরিবর্তে ইসলামি অর্থনীতি প্রতিষ্ঠা করা হবে। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে আরও গরিব করে। ইসলামী অর্থনীতি গরিবদের জন্য, সকলের জন্য। অতীতের ক্ষমতাসীনদের সমালোচনা করে পীর সাহেব চরমোনাই উপস্থিত জনতার উদ্দেশে বলেন, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয়? খুনির মাধ্যমে খুন বন্ধ হয়? দেশকে এক নম্বর বানাতে চান? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। আমরা বাংলাদেশকে গড়বো, আমরা উন্নয়ন করবো। আমরা মা-বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবো। যেখানে অধিকার থাকবে সকল শ্রেণি-পেশার ও বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের। থাকবে না কোনো বৈষম্য।
Leave a Reply