শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে,ইফতার মাহফিলে,অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

রাষ্ট্রের প্রধান কর্তব্য হলো, মানুষের খাদ্য সরবরাহ ঠিক রাখা এবং তা ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। সরকার এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম এখন আকাশচুম্বী। প্রতিদিন দাম বাড়ছে। চাল-ডাল, সবজী, তেল, মুরগী ও গরুর গোস্তের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। রমজানে সমগ্র মুসলিম দেশে নিত্যপণ্যের দাম কমানো হয়। আর বাংলাদেশে দাম বাড়ানোর কুৎসিত প্রতিযোগিতা হয়। দ্রব্যমূল্যের দাম বাড়ার পেছনে দ্রব্যের দুঃপ্রাপ্যতা নয় বরং সরকারের অব্যবস্থাপনা, চাঁদাবাজী, সিন্ডিকেট, অবৈধ কারসাজি ও মজুতদারিই প্রধানত দায়ী। সরকারের উচিৎ এগুলো বন্ধ করে বাজার নিয়ন্ত্রণে রাখা। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, সরকারই অনেক ক্ষেত্রে এসব অবৈধ কারসাজির সাথে জড়িত। আমরা অনতিবিলম্বে বাজার নিয়ন্ত্রণের দাবী জানাচ্ছি। যে করেই হোক, দ্রব্যমূল্যকে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে দাবী করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

আজ শনিবার (০১ এপ্রিল ২০২৩) বিকাল ৩ টায় নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ আব্দুল্লাহ কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ওলামা মাশায়েখ, সূধী ও রাজনীতিবীদদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম। এতে রাজপথের বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এ বি পার্টি, গণ অধিকার পরিষদ, কল্যাণ পর্টি, এলডিপি হেফাজতে ইসলাম বাংলাদেশসহ কয়েকটি দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

আরো বক্তব্য রাখেন, বিএনপি চট্টগ্রাম মহানগরের সভাপতি, ডা. শাহাদাত হোসেন, এ বি পার্টি চট্টগ্রাম মহানগরের সভাপতি এডভোকেট মোঃ গোলাম ফারুক, হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের সভাপতি, মাওলানা তাজুল ইসলাম, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব মোসলেম উদ্দিন খান জুয়েল, বিশিষ্ট শিক্ষাবীদ ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নুর আজিজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতী দিলাওয়ার হোসেন সাকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূরুল আমীন নূরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য অধ্যাপক মাওলানা রফিকুল আলম, আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বার, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারী মাওলানা শেখ আমজাদ হোসেন, শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি ওয়ায়েজ হোসেন ভূইয়া, মুহাম্মদ ইবরাহীম খলিল, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম, মুহাম্মদ তাজুল ইসলাম শাহীন প্রমুখ।

ডা. শাহাদাত হোসেন বলেন, স্বাধীনতার ৫২ টি বছর পেরিয়ে গেলেও দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার সুফল পায়নি। দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি, শাসকগোষ্ঠীর দুর্নীতি, জুলুম-অত্যাচার, ভোটাধিকার হরণ এবং মৌলিক অধিকার থেকে জনগণকে বঞ্চিত করার কারণে জাতি আজ স্বাধীনতার সুফল থেকে চরমভাবে বঞ্চিত। অভাবের তাড়নায় মানুষ আজ সপরিবারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার পায়নি। বিগত জাতীয় নির্বাচনসহ চলমান স্থানীয় নির্বাচনে এ অবৈধ আওয়ামী লীগ সরকার যা করেছে, তাতে স্বাধীনতার মর্ম বিচ্যুত হয়েছে। তাই, চট্টগ্রামবাসী ভোটাধিকার আদায়ের সংগ্রামেও মুক্তিযুদ্ধের মতো অগ্রণী ভূমিকা পালন করবে।