শনিবার , ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

নির্বাচনের পূর্বেই গণহত্যার বিচার করতে হবে: আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান

প্রকাশিত হয়েছে-

এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৮ ফেব্রুয়ারী) কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্পন্ন হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড.শফিকুর রহমান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।

চট্টগ্রাম মহানগর আমীর মোহাম্মদ শাহাজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ সদস্য অধ্যক্ষ আহাসান উল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মৌলানা মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য এনামুল হক মঞ্জু ।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু সিরাজুল ইসলাম,অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার সদর আমীর অধ্যাপক খুরশীদ আলম আনসারী, শহর সেক্রেটারি রিয়াজ মোঃ শাকিল,জেলা কর্মপরিষদ সদস্য অডভোকেট শাহজালান চৌধুরী। এতে বিভিন্ন উপজেলা, সাংবাদিক নেতৃবৃন্দ, বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।