পটিয়ার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হাফিজুর রহমানের মোনাজাতের মাধ্যমে সম্পন্ন

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

বিশ্বময় শান্তি ও মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনার মাধ্যমে আল-জামিয়া পটিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফলভাবে সম্পন্ন

২২ ও ২৩ শে ডিসেম্বর (বৃহস্পতি ও জুমাবার) আল-জামিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, আল-হামদুলিল্লাহ।

গত বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জামিয়ার শায়খুল হাদীস ও প্রধান মুফতি আল্লামা হাফেজ আহমদুল্লাহ (দাঃ বাঃ)-এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আরম্ভ হয়।

উক্ত মহাসম্মেলনে আলোচকগণের মধ্যে অন্যতম ছিলেন, আল্লামা ইয়াহইয়া (হাফি.) মুহতামিম দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী।আল্লামা মুফতী রুহুল আমীন দাঃবাঃ, খতীব বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকা। আল্লামা হাফেজ এমদাদুল্লাহ মুহতামিম, বায়তুল হুদা মাদরাসা হাটহাজারী। আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, মুহতামিম, জামিয়া উবাইদিয়া নানুপুর। মাওলানা আবদুল বাসেত খান সিরাজী, সিরাজগঞ্জ। আল্লামা মুফতী মীযানুর রহমান সাঈদ, ঢাকা। আল্লামা সাঈদুল আলম আরমানী, লোহাগাড়া।মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা। ডক্টর আ ফ ম খালিদ হোসেন জিরি। ডক্টর মাওলানা মাহমুদুল হাসান আল-আযহারী,লন্ডন । আল্লামা হাসান জমীল সাহেব, ঢাকা। মুফতী কেফায়তুল্লাহ শফীক টেকনাফ, আল্লামা যাকারিয়া সাহেব, মুফতি জসীমুদ্দিন, হাফেজ আব্দুল হক রামু প্রমুখ।

২৩ শে ডিসেম্বর জুমাবার আসর পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা অব্যহত ছিল। বক্তাগণ নির্ধারিত বিষয়ে আলোচনা করেন। পরিশেষে মুসলিম উম্মাহর কল্যাণ ও মুক্তি কামনা করে মুনাজাত পরিচালানা করেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা (হাফি.)। হাজার হাজার মুসল্লির কান্নাভেজা মুনাজাত ও দোয়ার মাধ্যমে আল-জামিয়ার দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *