আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালী জেলাধীন ইউনিয়ন সমূহে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেন।
গতো ৩০শে ডিসেম্বর পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কতৃক এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রার্থীদের তালিকা প্রকাশ করেন,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির সিনিয়র নায়েবে আমীর, শায়খুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা মূফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
এসময় প্রধান অতিথি প্রার্থীদের হাতপাখা খচিত দলের নাম সম্বলিত ব্যাচ পরিয়ে তাদের নাম প্রকাশ করেন।
এই জেলায় মোট ইউনিয়ন সংখ্যা ৭৭ টি, তবে নির্বাচন উপযোগী ইউনিয়ন ৭৬টি হলেও আপাতত তারা প্রার্থী ঘোষনা করেছেন ৭৪ টি ইউনিয়ন পরিশদ চেয়ারম্যান প্রার্থীর নাম, এবং দুইটি ইউনিয়নে রয়েছে তাদের একাধিক প্রার্থী।
পটুয়াখালী সদর উপজেলায় ইউনিয়ন সংখ্যা ১৪ টি
০১.বদরপুর. মাওঃ মোঃ আবুল বাশার জিহাদি
০২. মৌকরন-মুহাম্মাদ মামুন আকন
০৩. লাউকাঠী-মুহাম্মাদ ইদ্রিস আলী সিপাই
০৪. লোহালিয়া- মাও.কাজী গোলাম সরোয়ার
০৫. ভূরিয়া-মুহাম্মাদ আরিফুর রহমান
০৬. কমলাপুর -মোঃ শাহজাহান হাওলাদার
০৭. জৈনকাঠী- মাও.কাজী সিদ্দিকুর রহমান
০৮. কালিকাপুর-আলহাজ্ব হাফেজ কাওছার উল্লাহ্
০৯. আউলিয়াপুর- মৌলভী মুহাম্মাদ শাহজাহান
১০. মাদারবুনিয়া- স্থগিত
১১. মরিচবুনিয়া- মাও.আমিনুল ইসলাম মোশাররফ
১২. বড়বিঘাই-মাও.মোঃ জসিম উদ্দিন
১৩. ছোটবিঘাই- অধ্যক্ষ মাও.মহিউদ্দিন সিকদার
১৪. ইটবাড়িয়া- মাওলানা জাকারিয়া হাওলাদার।
* পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউয়ানের প্রার্থীর নাম : মাওঃ আবুল বাশার জিহাদি, তার পিতার নামঃ মৃত্যু আফসার উদ্দিন।
তার শিক্ষাগত যোগ্যতাঃ তিনি ফাযিল(ডিগ্রী) পাশ। তিনি পেশায় একজন ইমাম,ও ইসলামী ওয়ায়েজ।
তার সাংগঠনিক পরিচয় :
তিনি ইসলামী যুব আন্দোলন, পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার সহ-অর্থ সম্পাদক,
* উপজেলার মৌকরন (নবগঠিত) ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম : মাওলানা মুহাম্মাদ মামুন আকন, তার পিতার নামঃ মোঃ ফজলুল হক আকন। তার শিক্ষাগত যোগ্যতাঃ তিনি কামিল ( এম, এ) পাশ। তিনি পেশায় মানব গড়ার কারিগর তথা একজন শিক্ষক।
তার সাংগঠনিক পরিচয় : তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নবগঠিত মৌকরন ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক।
* পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম : মুহাম্মাদ ইদ্রিস আলী সিপাই, তার পিতার নামঃ মৃত্যু রিয়াজ উদ্দিন সিপাহী। তার শিক্ষাগত যোগ্যতা, তিনি এস. এস. সি পাশ, তিনি পেশায় একজন দলিল লেখক।
তার সাংগঠনিক পরিচয় : তিনি
ইসলামী আন্দোলন বাংলাদেশ, লাউকাঠী ইউনিয়ন সভাপতি, ও সদস্য, পটুয়াখালী সদর।
* পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম : আলহাজ্ব মাও.কাজী গোলাম সরোয়ার, তার পিতার নামঃ মোহাম্মদ শামসুল হক। তিনি কামিল( এম. এ) পাশ। তিনি পেশায় একজন মানুষ গড়ার কারিগর তথা শিক্ষক।
তার সাংগঠনিক পরিচয় : তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার সিনিয়র সহ-সভাপতি।
* পটুয়াখালী সদর উপজেলার ভুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম : মো.আরিফুর রহমান, তার পিতার নামঃ শামসুদ্দিন আকন। তিনি এস. এস. সি পাশ। তিনি পেশায় একজন সফল ব্যবসায়ী।
তার সাংগঠনিক পরিচয় : তিনি ইসলামী যুব আন্দোলন ভুড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি।
*পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম : জনাব মো.শাহজাহান হাওলাদার, তার পিতার নামঃ আফপার আলী হাওলাদার। তিনি একজন সফল ব্যবসায়ী।
তার সাংগঠনিক পরিচয় : তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ,কমলাপুর ইউনিয়ন শাখার সভাপতি।
* পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম : মাও.কাজী সিদ্দিকুর রহমান। তিনি কামিল (এম. এ) পাশ, তিনি একজন সফল ব্যবসায়ী।
তার সাংগঠনিক পরিচয় : তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ , জৈনকাঠী ইউনিয়ন এর সভাপতি ও
ইসলামী আন্দোলন বাংলাদেশ,পটুয়াখালী জেলারপ্রশিক্ষণ সম্পাদক,
* পটুয়াখালী সদর উপজেলার কালিকাপু ইউনিয়নের প্রার্থীর নাম : হাফেজ মোঃ কাওছার উল্লাহ
তার পিতার নামঃ ফোরকান খন্দকার। তার শিক্ষাগত যোগ্যতাঃ তিনি অষ্টম পাশ, তিনি একজন সফলতার সাথে ব্যবসা পরিচালনা করেন।
তার সাংগঠনিক পরিচয় : তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ,পটুয়াখালী জেলার সহ-দপ্তর সম্পাদক।
* পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম :মৌলভী মুহাম্মাদ শাহজাহান হাওলাদার, তিনি এস. এস. সি পাশ।
তার সাংগঠনিক পরিচয় : তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ,আউলিয়াপুর ইউনিয়নের কার্যকরী সদস্য।
* পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম : মাওলানা আমিনুল ইসলাম মোশাররফ, তিনি কামিল (এম.এ) পাশ, তিনি একজন সফল ব্যবসায়ী।
তার সাংগঠনিক পরিচয় : তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ,মরিচবুনিয়া ইউনিয়নের সাবেক সভাপতি।
* পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম : মাওঃ মুহাম্মাদ জসিম উদ্দিন, তার পিতার নামঃ সিরাজুল হক মাষ্টার। তিনি কামিল (এম.এ) পাশ, তিনি পেশায় চাকুরী করেন।
তার সাংগঠনিক পরিচয় : তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় বিঘাই ইউনিয়ন শাখার সদস্য।
* পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম : অধ্যক্ষ মাও.মহিউদ্দিন শিকদার (সাবেক চেয়ারম্যান)। তিনি কামিল (এম.এ) পাশ, তিনি পেশায় চাকুরী করেন।
তার সাংগঠনিক পরিচয় : তিনি জাতীয় শিক্ষক ফোরাম,পটুয়াখালী জেলার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ,পটুয়াখালী জেলার সদস্য।
* পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম : মাও. মো. জাকারিয়া হাওলাদার। তিনি কামিল (এম.এ) পাশ, তিনি পেশায় চাকুরী করেন।
তার সাংগঠনিক পরিচয় : তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ,ইটবাড়িয়া ইউনিয়নের সদস্য।
Leave a Reply