চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়ায় বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের বিদায় ও নবাগত পদুয়া রেঞ্জ কর্মকর্তা মনজুর মোর্শেদের যোগদান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারী”২০২৩ইং) বিকেলের দিকে পদুয়া রেঞ্জ কার্যালয়ে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পদুয়া বনবিভাগের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা একেএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজারের বাঁকখালী রেঞ্জের দায়িত্বরত কর্মকর্তা মোঃ সরওয়ার জাহান।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া বনবিভাগের বিদায়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন পদুয়া বনবিভাগের নবাগত রেঞ্জ কর্মকর্তা মোঃ মনজুর মোর্শেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, টংকাবতী বনবিভাগে দায়িত্বরত অফিসার মোঃ ফিরোজ কামাল, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ নুরুল হক কন্ট্রাক্টর, চুনতি রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুল জলিল, লোহাগাড়া প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, পদুয়া স্টেশন অফিসের মোঃ ইসমাইল, মোঃ শফিকুর রহমান, ডলুবিট অফিসের মোঃ হারুন, ইলিয়াস সহ আরও অনেকেই।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডলুবিট নবাগত বিট কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম ও পদুয়া স্টেশন অফিসের মোঃ মিজবাউল হক।
Leave a Reply