পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার প্রবাসী রবিউল আলমের ঘরে একসঙ্গে চার সন্তানের জন্ম হলেও জন্মের দুই দিন পর চার জনেই মারা গেছে

#UkhiyaVoice24.Com

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার প্রবাসী রবিউল আলমের ঘরে একসঙ্গে চার সন্তানের জন্ম হলেও জন্মের দুই দিন পর চার জনেই মারা গেছে। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। গত মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রবাসী রবিউল আলমের স্ত্রী ইয়াছমিন আক্তার তিন ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন।অস্ত্রোপচারটি পরিচালনা করেন গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা. আরিফা মেহের রুমী ও ডা. মোসাম্মৎ রোকসানা আক্তার। সহকারী হিসেবে ছিলেন ডা. নুর মোহাম্মদ ও ডা. কৌশিক দত্ত।

জন্মের পর মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে প্রথম সন্তানের মৃত্যু হয়। এরপর বৃহস্পতিবার ভোররাত ও সকালে একে একে মৃত্যু হয় বাকি তিন নবজাতকেরও।

পরিবারের পক্ষ থেকে ইয়াছমিনের আত্মীয় আবুল ফয়সাল ফাহিম এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “একসঙ্গে চারটি প্রাণের আগমন আমাদের পরিবারের জন্য ছিল এক স্বপ্নের মতো। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকলো না। আমরা শোকাহত।” মা ইয়াছমিন আক্তার বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এই হৃদয়বিদারক ঘটনা এলাকায় ব্যাপক শোক ও বিষাদের ছায়া ফেলেছে। স্থানীয়রা এই মৃত্যুকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নবজাতকেরদের পিতাপ্রবাসী রবিউল আলম জানান, একজন পিতা হিসেবে আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটি ছিল যখন জানতে পারলাম, আমার স্ত্রী ইয়াছমিন চারটি সন্তানের মা হতে যাচ্ছে। সেই খবর আমাকে নতুন আশার আলো দেখিয়েছিল। আমি দূরে প্রবাসে থাকলেও হৃদয়ে সেই মুহূর্তগুলো বারবার জেগে উঠছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—যে আনন্দ আমাদের পরিবারে এসেছিল একসাথে, তা মাত্র দুই দিনের ব্যবধানে চিরতরে থেমে গেল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *