মঙ্গলবার , ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পৌরসভা ৩নং ওয়ার্ড বাসিদের ভিন্ন ভিন্ন ঈদের জামায়াত না করার আহ্বান করেন মেয়র এড. তোফাইল বিন হোসাইন

প্রকাশিত হয়েছে-

রেজাউল আজিম (বাঁশখালী প্রতিনিধি)

বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসেন, পৌরসভা ৩নং ওয়ার্ড বাসীদের প্রতি ভিন্ন ভিন্ন ঈদের জামাত না করে এক সাথে সালাত আদায় করার আহবান করেন।

আজ ২২শে এপ্রিল ( জুমাবার) সৈয়দ বাহার উল্লাহ পাড়া হাফেজ মকবুল আহমদ জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের পূর্বে কমিটি এবং মুসল্লীদের প্রতি এ আহ্বান জানান।

কমিটি এবং মুসল্লীরা পাড়ার মসজিদের ঈদগাহ ছেড়ে যেতে রাজি না হলে মেয়র সাহেব বলেন, পুরো বছরে আমাদের একসাথে জমায়ত হওয়ার সুযোগ হয় না। আর এক জামাতে যত মুসল্লী বেশী হবে তত সওয়াবও বেশি হবে। বেশি সওয়াবের দিক বিবেচনা করে হলেও সবাইকে একসাথে ঈদের সালাত আদায় করার আহ্বান করেন।

অবশেষে কমিটি বলেন :- মুসল্লিদের জোরপূর্বক আমরা পাঠাতে পারব না যাদের ইচ্ছা হবে তারা যাবে, ইনশাআল্লাহ