মঙ্গলবার , ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি

পৌর শহরে ডিভাইডার স্থাপন করলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী

প্রকাশিত হয়েছে-

এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

বিরামপুর পৌর শহরের মহাসড়কের জনসাধারণ ও পৌর নাগরিকদেক রাস্তা চলাচলের জন্য পৌর মেয়রের উদ্যোগে পৌর শহরে মহাসড়কের বিভিন্ন মোড়ে মোড়ে প্লাস্টিকের

ডিভাইডার স্থাপন করলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

সোমবার (২ মে) সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন স্থানে এই প্লাস্টিকের
ডিভাইডার স্থাপনের শুভ উদ্বোধন করেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

এসময় বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক,এরশাদ মিয়া, বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মাসুদ রানা, হিসাব সহকারী রায়হান কবির চপল, বিশিষ্ট ধারাভাষ্যকার আসাদুজ্জামান আসাদ, পৌর শাখা সেচ্ছাসেবক লীগের আহবায়ক খায়রুল আলম মুকুট, আব্দুর রউফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, প্রথম পর্যায়ে পৌর শহরের মহাসড়কের বিভিন্ন স্থানে একশত প্লাস্টিকের ডিভাইডার স্থাপন করা হয়েছে, পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে।