শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রতিষ্ঠানের নামফলক বাংলায় না লেখায় চট্টগ্রামের ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

প্রতিষ্ঠানের নামফলক বাংলায় না লেখায় চট্টগ্রামের ৮ প্রতিষ্ঠানকে সাড়ে ২২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকার সিডিএ অ্যাভিনিউ এবং পোর্ট কানেকটিং রোডের বড়পোল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দ্য সিরিয়াল গ্রিলারকে ৭ হাজার টাকা, ভিআইপি ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা, লিগ্যাসি ফার্নিসারকে ২ হাজার টাকা, রাইজকে ১ হাজার টাকা, সিঙ্গার প্লাসকে ৩ হাজার টাকা, অনিকর্ন লিমিটেডকে ২ হাজার টাকা, এক্সেস রোডের ব্রাইট স্টার লাইটিংকে ২ হাজার টাকা ও স্টার রেফ্রাইজেশনকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। মারুফা বেগম নেলী জানান, নির্দেশনা না মেনে প্রতিষ্ঠানে ইংরেজিতে সাইনবোর্ড ঝুলিয়েছেন।

অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।