শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর করে উখিয়া।

প্রকাশিত হয়েছে-

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর করে উখিয়া।

কাজল আইচ, উখিয়া কক্সবাজার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদ-উল-ফিতরের আগে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) কক্সবাজারের উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত উখিয়া উপজেলা ৫টি ইউনিয়নের মধ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২২০টি ঘর হস্তান্তর করা হয়েছে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মুজিববর্ষ উপলক্ষে ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের বিদুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উখিয়া উপজেলায় উপকারভোগীদের মাঝে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে প্রাথমিকভাবে ২৩১ জনকে তালিকাভূক্ত করে তাদের পরিবারের পুনর্বাসনের অংশ হিসেবে দুই শতাংশ জমিতে দুই রুমের পাকা ঘরের সঙ্গে রান্নাঘর, বাথরুম ও একটি বারান্দা সম্বলিত করে দেওয়া হয়েছে।