মঙ্গলবার , ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে পানিতে ডুবে ১ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত হয়েছে-

তালহা চৌধুরী রুদ্র,

চট্টগ্রাম ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে ১ম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই শিক্ষার্থীর শিক্ষক মো. ওসমান খান।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লেলাং বন্দেরাজা-এ মহিলা মাদ্রাসা সংলগ্ন কাসেম চেয়ারম্যান এর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থী আফিয়া ইবনাত (০৫) ওই এলাকার মোহাম্মদ জসিম উদ্দিন এর কন্যা সন্তান।

এ ব্যাপারে ওই শিক্ষার্থীর মাদ্রাসা শিক্ষক মো.ওসমান খান জানান, আমার ওই ছাত্রী আজও নূরানীতে ক্লাস করেছেন। দুপুরে মাদ্রাসা থেকে যাওয়ার পর পুকুরে গোসল করতে নেমে তার এমন মৃত্যু আমি মেনে নিতে পারছিনা। প্রতিদিনের মত আজও ক্লাসে গিয়ে ওকে আদর করেছি, জানতাম না এটাই শেষ আদর।