নিউজ ডেস্ক
সহানুভূতি ও সহমর্মিতা জানাতে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাথে ড. আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভী এমপি’র নেতৃত্বে আলেম-ওলামাদের সাক্ষাৎ
দখলদার ইসরায়েলের হাতে নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের প্রতি একাত্মতা জানাতে ২৩ অক্টোবর সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নেতৃত্বে বিভিন্ন মাদ্রাসার মোহতামিমসহ দেশের বিশিষ্ট আলেম-ওলামারা ঢাকাস্থ ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও ঢাকা কূটনীতিক কোরের ডীন মি. ইউসুফ এস.ওয়াই রামাদানের সাথে সাক্ষাৎ করেন। এসময় ইসরায়েলিদের নারকীয় তাণ্ডবে যারা নিহত হয়েছেন তাদের শাহাদাত কবুল এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া ও মোনাজাত করেন। সেইসাথে ফিলিস্তিনি সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।