শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন এবং শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

১৪ই ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন কর্নেল আলমগীর কবির পিএসসি কর্তৃক অধীনস্ত রসুলপুর ও আমড়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত ৫০০ জন দুস্থ ও অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করা হয়।

এছাড়াও ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি আওতাধীন রসুলপুর ও আমড়া ফাঁড়ি এলাকা হতে আগত ২৯০ জন গরিব ও দুস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত শীতবস্ত্র এবং বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্ট কর্নেল আলমগীর কবির, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, স্থানীয় জনপ্রতিনিধিগণ ও গণমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।