শুক্রবার , ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীর জয়নগরে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ২

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুরের ফুলবাড়ি জয়নগর পেট্রোল পাম্পের সামনে দিনাজপুর গবিন্দগঞ্জ মহাসড়কে মোটর সাইকেল আরোহী জমি চাষ করা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে নিহত হয়েছে। ফুলবাড়ি থানার থানার (ওসি) আশরাফুল ইসলাম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাদ দিয়ে ওসি আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২২ ডিসে:) রাত ৯.৩০ মিনিটে তিন বন্ধু এক মোটরসাইকেল যোগে ঘুরতে বাহির হয়, এমন সময় ফুলবাড়ির জয়নগর পেট্রোল পাম্পের সামনে, দিনাজপুর গবিন্দগঞ্জ মহাসড়কের উপর ফুলবাড়ী থেকে আসা জমি চাষ করা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মাহাবুর রহমান(৩০)নিহত হয়েছে। নিহত মাহাবুর বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মুনছুর রহমানের ছেলে।

অপর দুই বন্ধুকে গুরুতর অবস্থায় বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত ডাক্তার হাসনাথ ইয়াসমিন উন্নত চিকিৎসার জন্য সাগর(২০) ও সাখিল(১৭) কে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেছেন।
তিনি আরো বলেন নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে, পরবর্তীতে আইননানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।