১৪৪৫ হিজরি শিক্ষাবর্ষের নির্ধারিত জামাতসমূহের মারকাজি পরীক্ষা বোর্ডকর্তৃক ঘোষিত সময়ে যথারীতি অনুষ্ঠিত হবে। অদ্য ১২-০৬- ১৪৪৫ হিজরি মোতাবেক ২৬- ১২- ২০২৩ ঈসায়ি মঙ্গলবার বাদে মাগরিব ফেনী জামিয়া হোসাইনিয়া মাদরসায় অনুষ্ঠিত ফেনী জেলা ইত্তেহাভুক্ত মাদরাসাসমূহের মুহতামিমদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় যে, আমাদের ফেনী জেলার ইত্তেহাদভুক্ত সকল মাদরাসা ১৪৪৫ হিজরি শিক্ষাবর্ষের মারকাজি পরীক্ষায় বোর্ডকর্তৃক ঘোষিত সময়ে যথারীতি অংশগ্রহণ করবে। তবে এ ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় ও সতর্কতার বিষয় হলো, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ইত্তেহাদের নিয়মতান্ত্রিক দীর্ঘকালীন সভাপতি আল্লামা সুলতান জওক নদভী দা.বা. ও আল্লামা আবদুল হালীম বুখারী রহ.-এর ইন্তেকালের পর শূরা কর্তৃক নিয়োগপ্রাপ্ত মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামজা দা.বা. কর্তৃক পরিচালিত বোর্ডই আমাদের কাছে গ্রহণযোগ্য। এর বাইরে ইত্তেহাদ নামে অন্য কোনো বোর্ড নেই।
Leave a Reply