ইসলামফোবিয়ায় আক্রান্ত ও ইসলামের সাথে কঠোর বিরোধী আচরণকারী “ইমানুয়েল ম্যাক্রোঁ পাগল হয়ে গেছেন, তার মানসিক চিকিৎসা প্রয়োজন” বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এরদোয়ানের প্রশ্ন, “ইসলাম ও মুসলমানদের নিয়ে ম্যাক্রোঁর এতো সমস্যা কী?” এমন প্রশ্ন রেখে এরদোগান বলেন – এই মুহুর্তে তাঁর মানসিক চিকিতসা প্রয়োজন নাহলে তিনি মানবতার আরও বড় ধরনের ক্ষতি করে ফেলবেন।
আজ (২৪ শে অক্টোবর) শনিবার,“কেন্দ্রীয় কায়সারী প্রদেশের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সমাবেশে এসব কথা বলেন তিন।
রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও বলেন – “এমন একজন উগ্রপন্থী রাষ্ট্রপ্রধানকে কী বলা যেতে পারে যে তার দেশের ধর্মীয় সংখ্যালঘু লক্ষ লক্ষ নাগরিকদের প্রতি এভাবে বৈরি আচরণ করেন? এমন একজন ব্যক্তির সবার আগে মানসিক চিকিৎসা করা প্রয়োজন।
উল্লিখিত, ফ্রান্সের উগ্র ও ইসলামবিদ্ধেষী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাম্প্রতিক সময়ে ইসলামকে একটি “সমস্যাযুক্ত ধর্ম” বলে আখ্যা দেওয়ার পরে ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক বিদ্ধেষযুদ্ধেের রচনা করেছিল। গত দুই’সপ্তাহে ফ্রান্সে বহু বেসরকারী সংস্থা ও মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়াও সম্প্রতি বার্লিনের একটি মসজিদে পুলিশি হামলার ঘটনায় ফ্রান্সের পুলিশকে “ফ্যাসিবাদ” বলেও অভিযুক্ত করেছেন এরদোয়ান।
তিনি বলেন,”ইউরোপীয় ফ্যাসিবাদ তাদের নিজেদের নাগরিকদের প্রতি এই ধরনের আক্রমণ করে একটি নতুন মাত্রায় পৌঁছেছে”।
অন্যদিকে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মানবতার মুক্তির দূত ও শিক্ষক হযরত মুহাম্মাদ স. এর ব্যাঙ্গচিত্র ও কার্টুন প্রকাশ করা হচ্ছে। যা স্পষ্টতই বিশ্ব মুসলমান ও ইসলামের সাথে বৈরীতা। এই কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে পুরো মুসলিম বিশ্ব।
মোঃরাকিব”বিশেষ প্রতিনিধিঃ
ইসলামফোবিয়ায় আক্রান্ত ও ইসলামের সাথে কঠোর বিরোধী আচরণকারী “ইমানুয়েল ম্যাক্রোঁ পাগল হয়ে গেছেন, তার মানসিক চিকিৎসা প্রয়োজন” বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
এরদোয়ানের প্রশ্ন, “ইসলাম ও মুসলমানদের নিয়ে ম্যাক্রোঁর এতো সমস্যা কী?” এমন প্রশ্ন রেখে এরদোগান বলেন – এই মুহুর্তে তাঁর মানসিক চিকিতসা প্রয়োজন নাহলে তিনি মানবতার আরও বড় ধরনের ক্ষতি করে ফেলবেন।
আজ (২৪ শে অক্টোবর) শনিবার,“কেন্দ্রীয় কায়সারী প্রদেশের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সমাবেশে এসব কথা বলেন তিন।
রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও বলেন – “এমন একজন উগ্রপন্থী রাষ্ট্রপ্রধানকে কী বলা যেতে পারে যে তার দেশের ধর্মীয় সংখ্যালঘু লক্ষ লক্ষ নাগরিকদের প্রতি এভাবে বৈরি আচরণ করেন? এমন একজন ব্যক্তির সবার আগে মানসিক চিকিৎসা করা প্রয়োজন।
উল্লিখিত, ফ্রান্সের উগ্র ও ইসলামবিদ্ধেষী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাম্প্রতিক সময়ে ইসলামকে একটি “সমস্যাযুক্ত ধর্ম” বলে আখ্যা দেওয়ার পরে ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক বিদ্ধেষযুদ্ধেের রচনা করেছিল। গত দুই’সপ্তাহে ফ্রান্সে বহু বেসরকারী সংস্থা ও মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়াও সম্প্রতি বার্লিনের একটি মসজিদে পুলিশি হামলার ঘটনায় ফ্রান্সের পুলিশকে “ফ্যাসিবাদ” বলেও অভিযুক্ত করেছেন এরদোয়ান।
তিনি বলেন,”ইউরোপীয় ফ্যাসিবাদ তাদের নিজেদের নাগরিকদের প্রতি এই ধরনের আক্রমণ করে একটি নতুন মাত্রায় পৌঁছেছে”।
অন্যদিকে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মানবতার মুক্তির দূত ও শিক্ষক হযরত মুহাম্মাদ স. এর ব্যাঙ্গচিত্র ও কার্টুন প্রকাশ করা হচ্ছে। যা স্পষ্টতই বিশ্ব মুসলমান ও ইসলামের সাথে বৈরীতা। এই কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে পুরো মুসলিম বিশ্ব।
Leave a Reply