বুধবার , ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু কালচার ফাউন্ডেশন এর পক্ষ থেকে গণসংবর্ধনা

প্রকাশিত হয়েছে-

কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে
বিশ্বের ৪১টি দেশ সফলভাবে সফরসহ সম্প্রতি জাতিসংঘের ৭৭মত অধিবেশনে যোগদান শেষ দেশে ফেয়ার জাতিসংঘের লিস্টেড ডেলিগেট
প্রবীন এবং বিশিষ্ট সংবাদিক এমডি জালাল মিয়াকে
সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ২০২২ইং
আয়োজনে-বঙ্গবন্ধু কালচার ফাউন্ডেশন।
সহযোগিতায় -উপকূলীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, পশ্চিম বাহারছড়া সমিতি কক্সবাজার, গ্রীন এসোসিয়েশন অফ বাংলাদেশ।
স্থান-ইউ,টি,টি,সি কলাতলী কক্সবাজার, তারিখ ৩১আক্টোবর২০২২ইং
সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত।