শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বন ও জীববৈচিত্র সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজাপালং ইউপিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত হয়েছে-

কাজল আইচ:- উখিয়া কক্সবাজার,

কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ হল রুমে ২৩ মার্চ ২০২২ ইং, বিকেল ৩টায় গ্রীন লাইফ প্রকল্প ও ইউএসএআইডি’র অর্থায়নে, আরণ্যক ফাউন্ডেশন উখিয়া কক্সবাজার এর আয়োজিত আলোচনা সভায় বন ও জীববৈচিত্র সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বন ও পরিবেশ বিষয়ের উপর বক্তব্য রাখেন গ্রীন লাইফ প্রকল্পের এফসি মাহবুবুর রহমান, সিএমসি’র সভাপতি শহিদুল্লাহ কায়ছার, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলম, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হেসেন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল বড়ুয়া, উখিয়া ষ্টেশন জামে মসজিদের খতীব মৌলানা মুজিবুর রহমান, বৌদ্ধ ভান্তে ও রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা উদ্যোক্তা সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।