সোমবার , ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও র্যালী

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মের প্রতিনিধি এবং সব শ্রেণী পেশার মানুষদের নিয়ে এক সম্প্রীতি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (৩০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। উপজেলা সদরে র্যালী শেষে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে সমাবেশে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আনম শাহাদাত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান বদরুল হক, জিল্লুল করিম শরিফী, এডভোকেট তোফায়েল বিন হোসাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ হামিদ, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, ডাক্তার আশিষ শীল, প্রদীপ গুহ, মাওলানা মুফতি সাঈদুল ইসলাম প্রমুখ।