“মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপদ্যকে সামনে রেখে বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা বাঁশখালী জলদি (পৌরসভা) গ্রীণপার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাঁশখালী থানার ওসি মোহাম্মদ কামাল উদ্দীনের সভাপতিত্বে
অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোঃ হুমায়ূন কবির, উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরী, ওসি তদন্ত আজিজুল ইসলাম, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আনম শাহাদাত আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ চৌধুরী, জিল্লুল করিম শরিফী, এডভোকেট তোফায়েল বিন হোসাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ হামিদসহ প্রমুখ।
Leave a Reply