বৃহস্পতিবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে-

,,চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি তৃতীয় ধাপে এই নব নির্মিত কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন। এছাড়া ১ কোটি ৫৭ লাখ টাকায় নির্মিত বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী দিপালী দেব নামে এক রোগীর সাথে কথা বলেন। এসময় রোগী দিপালী দে চিকিৎসার অভাবে তার স্বামীর চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা জানালে তার স্বামীর চিকিৎসার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব আরিফ হোসেন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাখাওয়াত উল্লাহ, চমেক হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান তাসনুয়া তানজিন, সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মো. গালিব সাদলি, পৌর মেয়র এসএম তোফায়েল বিন হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন পিপিএম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার।

উল্লেখ্য, এদিন তৃতীয় ধাপে ৪টি বিভাগে ১৩ জেলার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা