বাঁশখালীতে কিশোর গ্যাং দ্বারা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্রগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামে অবস্থিত খাদিজাতুল কুবরা(রাখা.) মহিলা মাদ্রাসায়,স্থানিও জনপ্রতিনিধির মদদে আহমদ কবিরের পুত্র জাহাঙ্গীর(৩৫) এর নেতৃত্বে রাতের অন্ধকারে এলাকার বকাটে কিশোর গ্যাং কতৃক প্রতিনিয়ত মাদ্রাসায় হামলা চালায় বলে জানা যায়।

এবিষয়ে ছাত্রীদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন আমাদেরকে পড়ালেখা না করে বাসায় চলে যেতে বলে জহাংঙ্গীর এবং আমরা ঘুমালে তারা ৫/৭জন ছেলে পেলে এসে ইট,এবং লাঠিসোটা দিয়ে বারী মারে তারা জুরেসুরে চিল্লাই যাতে আমরা মাদ্রাসায় পড়ালেখা করতে না পারি।গতকাল পুলিশ এসে বলে যাওয়ার পর আবারও একই অবস্থা বিরাজমান রয়েছে বলে জানান ছাত্রীরা তারা।

বলেন আমরা সুন্দরভাবে আমাদের পড়ালেখা চালিয়ে যেতে সাংবাদিক,পুলিশ,এবং সরকারের হস্তক্ষেপ কামনা করছি।এবিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির আই সি আবু জাফর এর সাথে কথা বললে তিনি জানান আমরা ঘটনাস্থলে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি এবং সকলের উদ্দেশ্য বলে দিয়েছি পড়ালেখায় ক্ষতি হয় এমন কোন কাজ না করার জন্য, তারপর ও যদি করে থাকে আমরা আনগত ব্যবস্থা নিব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *