বুধবার , ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই রজব, ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল ও পোষাক বিতরণ

প্রকাশিত হয়েছে-

,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসন বাঁশখালীর পক্ষ হতে ১৪টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ (দফাদার, মহল্লাদার) সদস্যদের মাঝে বাইসাইকেল ও পোষাক সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৬ আগষ্ট ২২) বিকালে বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্মিত কার্যালয়ে ১৪টি ইউনিয়ন পরিষদে কর্মরত (দফাদার, মহল্লাদার) ১৩৫ জনের মাঝে বাইসাইকেল ও পোষাক সামগ্রী বিতরনের অনুষ্টানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, বাঁশখালী সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোঃ সোলেমান, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম,বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, ঘূর্ণিঝড় প্রস্তুত্তি কর্মসুচী (সিপিপি) উপজেলা সমন্বয়কারি কল্যাণ বড়ুয়া, ইউপি সদস্য রশিদ আহমদ সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ১৪টি ইউনিয়ন পরিষদে কর্মরত(দফাদার, মহল্লাদার) ১৩৫ জনের মাঝে বাইসাইকেল ও পোষাক সামগ্রী বিতরন সহ সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের আহবান জানান ।