শনিবার , ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই রজব, ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে দ্রব্য মূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশঃজাফরুল ইসলাম চৌধুরীর

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

 

দ্রব্য মূল্য উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি’র উদ্যোগে কালীপুর ইউপির গুনাগরি সদরস্থ আনোয়ারা- বাঁশখালী পিএবি প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ২১) বিকেলে কালীপুর ইউনিয়নের গুনাগরী প্রধান সড়কে চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক, বাহারচড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাস্টার মো. লোকমান।

এ সময় বিএনপি নেতা এম. আবদুল হক,পৌরসভা বিএনপির আহবায়ক রাসেল ইকবাল মিয়া, অ্যাডভোকেট শওকত ওসমান,পৌর বিএনপি নেতা সরওয়ার আলম আস্করী, পৌরসভা বিএনপির সদস্য সচিব খোরশেদুল আলম আইয়ুব, দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি শহিদুল আলম, বিএনপি নেতা ফজলুল কাদের, মনিরুল হক পলাশ, হাছান ডিলার, মেম্বার মমতাজ উদ্দীন, দেলোয়ার আজিম, নুরুল আজিজ, ডা. ইউনুছ, মো. তোফাইল, ইউনুছ কোম্পানী, নুরুল আমিন, জিয়া উদ্দীন, মেম্বার এবাদুল হক, নুরুল ইসলাম, হামিদ বাহার চৌধুরী, আবু ছিদ্দিক, রাশেদ চৌধুরী প্রমুখ।