বুধবার , ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই রজব, ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে বিভিন্ন হোটেল-রেস্টোরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে-

,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

চট্টগ্রামের বাঁশখালীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ৭ টি হোটেল-রেস্টুরেন্টকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় উপজেলার হোটেল নিউ সাফরানকে ২৫ হাজার টাকা, হোটেল রয়েল মালঞ্চকে ২০ হাজার,ইয়েলো ক্যাফসিকেম ১৫ হাজার ,চাম্বল আদিবা ভাত ঘর এন্ড বিরানি হাউসকে ২০ হাজার টাকা,পুঁইছুড়ি হোটেল নিউ ধান সিঁড়িকে ১৫ হাজার , বাবলা হোটেলকে ১৫ হাজার টাকা, কামাল হোটেলকে ৫ হাজার টাকা এবং চাম্বল বাজার তাসফিয়া ইলেকট্রনিকস দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন হচ্ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ৭টি হোটেল-রেস্টুরেন্ট ও একটি অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় এক ইলেকট্রনিকস দোকানকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান পুরা বাঁশখালীতে অব্যাহত থাকবে।