শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো ৬৫ পরিবার

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জলদাস পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬৫টির বেশি বসতঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে আট ব্যক্তি। স্থানীয়ভাবে তারা চিকিৎসা নিচ্ছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার মত।

বুধবার(৭ সেপ্টেম্বর২২) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চাম্বল বাংলাবাজার সংলগ্ন জলদাস পাড়ায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন— মৃদল জলদাস, বাদল জলদাস, সমীরণ জলদাস, হরি জলদাস, রতন জলদাস, পরিতোষ জলদাস, সাগর জলদাস (পাঁচ পরিবার), সুরেশ জলদাস, হরিপদ জলদাস, গুরুধন জলদাস, মধুরাম জলদাস, শ্রীনন্দ জলদাস, সন্দা মোহন জলদাস, সমীরণ জলদাস (দুই পরিবার), গোপাল জলদাস (৪ পরিবার) মতিলাল জলদাস (দুই পরিবার), সম্পদ জলদাস, সুকুমার জলদাস, রাজকুমার, সুধীর জলদাস, স্বপন জলদাস, রঞ্জুত জলদাস (দুই পরিবার), রামপ্রসাদ (৪ পরিবার), ভাটিরাম জলদাস (তিন পরিবার), রাখাল জলদাস ও যদুরাম জলদাস।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীারা জানায়, ‘ মিলন জলদাসের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘনবসতি হওয়ায় মুহূর্তেই আগুন অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি ‘

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ আযাদুল ইসলাম, খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। আগুনে ৬০ থেকে ৬৫ পরিবারের সর্বস্ব পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।’