বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

বাঁশখালীতে সড়ক দূর্ঘটনার মহোৎসব শুরু:প্রয়োজন রোডের উপর থেকে ফুটপাত ও কাঁচাবাজার মুক্ত করা

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

 

১৬ ফেব্রূয়ারী’২১ ইং, এখনো দিনের অর্ধেক সময় পার হয়েছে। সকাল ৯ টায় তৈলারদ্বীপ সেতুর টোলপ্লাজার সামনে বাঁশখালী সুপার সার্ভিস বনাম স্পেশাল সার্ভিসের জমজমাট মুখোমুখি লড়াইয়ে দুটি ষাঁড়ের শিং ভেঙ্গেছে-কপাল ফেটে খানখান হয়েছে-হৃৎপিন্ডে মারাত্বক
আঘাতপ্রাপ্ত হয়ে গাড়ী দুটি বর্তমানে আইসিইউ’র কোমায় রয়েছে।

এর রেশ শেষ হতে না হতেই ড্যাম্পার ট্রাকের লড়াই ছোট্ট মিনি সিএনজি’র সাথে। চেচুরিয়া ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ি ঘাঁটায় ডেম্পার ও সিএনজি মুখোমুখি লড়াইয়ে(সংঘর্ষ) আহত হন শিক্ষক ও চালক সহ ৩ জন!
চলুক সড়কে গাড়ী নামক দানবের লড়াই। প্রশাসন দেখতে থাকুক। জনগন মরুক নির্বিচারে, অঙ্গহানী ঘটুক। এতে কার কি এসে যায়–!!! রাত পর্যন্ত অপেক্ষা করুন, দেখি আর কত লড়াইয়ের খবর আপনাদের জানানো যায়। আর আপনারাও আমাদের বন্ধুদের পোস্ট দেখে দেখে শুধু হা-হুতাশ করতে থাকুন। আপনারা পারবেননা বন্ধুরা-? সড়ক দুর্ঘটনা রোধে লাগাতার বড় একটা আন্দোলন গড়ে তুলতে? এছাড়া আর যে কোন বিকল্প দেখা যাচ্ছেইনা বন্ধুরা। আন্দোলন আর প্রতিবাদের আওয়াজ তুলুন প্লিজ।