মঙ্গলবার , ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাঁশখালীতে হিফজ সমাপনী ৯ হাফেজদের মাঝে পাগড়ি প্রদান

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

বাঁশখালীর জলদী দারুল কারীম মাহফিলে হিফজ সমাপনী ছাত্র-ছাত্রীদের পাগড়ি ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান গত শনিবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি থেকে ছাত্রদের পাগড়ি পরিয়ে দিচ্ছেন আল-জামেয়া পটিয়ার প্রধান পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব হুজুর। এসময় আবদুল মাবুদ ফাউন্ডেশনেরে চেয়ারম্যান জনাব খোরশেদ আলম।
এবছর দারুল কারীম মাহফিলে ৬ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী হিফজ সম্পন্ন করেন। এর মধ্যে নাদিয়া সুলতানা আজিজা নামের ছাত্রীটি মাত্র ৫ মাসে হিফজ সম্পন্ন করেন। ছাত্রদের আমরা পাগড়ি প্রদান করলেও ছাত্রীদের ক্রেষ্ট প্রদান করি।
হিফজ সমাপনী ছাত্রছাত্রীরা হলেন, নুরুল মোস্তফা জুনায়েদ, পিতাঃ হফেজ নূর মোহাম্মদ জসিম, সাং পশ্চিম বাহারুল্লাহ পাড়া, জলদী, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম, মোহাম্মদ মিশকাত, পিতাঃ মোহাম্মদ শাহজাহান, সাং পশ্চিম চাম্বল, বাঁশখালী চট্টগ্রাম। রেজাউল আজিম বাদশা, পিতাঃ মরহুম সৈয়দুল আলম, সাং উত্তর জলদী, বাঁশখালী, চট্টগ্রাম।
শরিফুল ইসলাম, পিতাঃ আমির হোসাইন, পশ্চিম চাম্বল বাংলাবাজার।
আবুল হাসনাত রায়হান, পিতাঃ মোহাম্মদ আবু মুছা, সাং পশ্চিম বুরমছাড়া। মোহাম্মদ আবদুল্লাহ সানী, পিতাঃ জসিম উদ্দীন, সাং পশ্চিম ছনুয়া। সিফাত আক্তার, পিতা, মোস্তফা আলী
সাং আশকরিয়া, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম, রেশমি আক্তার, পিতা, সৈয়দ আহমদ, আশকরিয়া, বাঁশখালী, চট্টগ্রাম, নাদিয়া সুলতানা আজিজা
পিতা মাওলানা নুরুন্নবী
সাং, ইলশা, বাহারছড়া, বাঁশখালী, চট্টগ্রাম। এর মধ্যে নাদিয়া সুলতানা আজিজা মাত্র ৫ মাসে হিফজ সম্পন্ন করার গৌরব আর্জন করেন।

১) বাঁশখালীতে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি পরিয়ে দিচ্ছেন পটিয়া মাদরাসার প্রধান পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা ও খোরশেদ আলমসহ অতিথিরা।