চট্টগ্রাম জেলার আওতাধীন বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী চাম্বল ইউনিয়নের স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন পল্লী আদর্শ একতা সংঘের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে ৪র্থ বারের মতো শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান চাম্বল উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আজিজুর রহমানের সভাপতিত্বে ও এস.এম ওবাইদুল চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সম্মানিত নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ১০নং চাম্বল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন,চট্টগ্রাম জেলা মহানগর কমিটি, আরিফুল ইসলাম টিপু ও আফ্রিকা প্রবাসী বেলাল উদ্দীন সিকদার,জনাব আমিন শরীফ সওদাগর সহ অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা এইচ এম ফরহাদ সিকদার, এহছান উল্লাহ সভাপতি-রাইহানুল হুদা,সাধারণ সম্পাদক-এইচ এম আনোয়ারুল ইসলাম তানজুম, অর্থ-সম্পাদক এইচ এম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক- মৌলানা জিয়া, সহ-সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম চৌধুরী , সহ-অর্থ সম্পাদক শহিদ উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আনোয়ার,হাফেজ মাওলানা শাকের উল্লাহসহ শিক্ষার্থী, অভিভাবক এবং অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ ২০১৫ সালে পল্লী আদর্শ একতা সংঘ এলাকার ছাত্র,শিক্ষক,প্রবাসী ও নানান পেশাজিবী ও জ্ঞানী-ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠা লাভ করে।
প্রতিষ্ঠালগ্ন থেকে পল্লী আদর্শ একতা সংঘ এলাকার দরিদ্র মেধাবী শিক্ষাবঞ্চিত ছেলে-মেয়েদের নানাভাবে সহায়তা দিয়ে আসছে, আজকেও তারা প্রায় ১০০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ।
Leave a Reply