মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাঁশখালীর চাম্বলে দুরবিত্তদের ছুরিকাঘাতে নুরুল ইসলাম নামে এক যুবক খুন

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

 

বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বলে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে।
নিহত নুরুল ইসলামের বয়স (৩৪) পূর্ব চাম্বল এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। গতকাল (১৬ মার্চ ২১) মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে চাম্বল বাজার স্কুল রোডের মুরগির দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় দুরবিত্তদের এলোপাতাড়ি চুরির আঘাত করে। ঘটনার পরপরই তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বাঁশখালী হাসপাতালের চিকিৎসক সহকারী পলাশ বলেন, রাত ১১টার দিকে হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে। চিকিৎসক জান্নাতুল ফেরদৌস রোগীকে মৃত ঘোষনা করেন। নিহতের উরুর বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন আছে।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান বলেন, কি কারনে ঘটনাটি ঘটেছে এখনো নিশ্চিত না। আমি এখনো হাসপাতালে আছি। ঘটনার বিস্তারিত জেনে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।