বৃহস্পতিবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাঁশখালীর চাম্বল বাজার ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

বাঁশখালী উপজেলা চাম্বল বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম (৩৪) হত্যা মামলায় দুই আসামি কে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ মার্চ) তথ্য প্রযুক্তির সহায়তায় বাঁশখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই আসামি কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামি পশ্চিম চাম্বল ২ নং ওয়ার্ডের মৃত জাহাঙ্গীর আলমের পুত্র সামশুল আলম(৩৫) পূর্ব চাম্বল ৮নং ওয়ার্ডের জাফর আহম্মেদের পুত্র তৌহিদুল ইসলাম (২৯)।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবির জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় বাঁশখালী থানা পুলিশের একটি টিম বাঁশখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই আসামি কে গ্রেপ্তার করে।এই সময় তারা খুনের সাথে সম্পৃক্ততা থাকার কথা জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

উল্লেখ্য,গত ১৬ মার্চ রাত ১০টার সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে
ব্যবসায়ী নুরুল ইসলাম (৩৪) কে কূপিয়ে হত্যা করা হয়।