বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাঁশখালীর ১৩ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ সম্পন্ন।

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

শপথ বাক্য পাঠ করাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

শপথ পাঠ অনুষ্ঠানের পর নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মুমিনুর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটিয়ে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে জনসেবায় নিয়োজিত থাকতে হবে। যার যার এলাকায় ট্যাক্স নির্ধারণ করে ট্যাক্স আদায়ে গুরুত্ব দেওয়াসহ জন্ম-মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নিজ নিজ এলাকার চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পগুলো আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে। তৃণমূল জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। এসময় ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনায় যেকোনো পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্রগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ নিলেন সদ্য অনুষ্টিত হওয়া বাশঁখালীর বিভিন্ন ইউনিয়ন থেকে নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন।
১/আসহাব উদ্দীন,স্বতন্ত্র বি এন পি।
২/সালাউদ্দীন কামাল স্বতন্ত্র
৩/জসিম হায়দার নৌকা
৪/তাজুল ইসলাম নৌকা
৫/সাহাদত আলম নৌকা
৬/খ -কফিল উদ্দীন নৌকা
৬/ক-ইবনে আমীন নৌকা
৭/রশিদ আহমদ নৌকা
৯/ক-কায়েস ছরোয়ার নৌকা
৯/খ-লিয়াকত আলী স্বতন্ত্র
১১/তারেকুর রহমান স্বতন্ত্র
১২/ক-হারুনর রশিদ স্বতন্ত্র
১২/খ-মোরশেদুল ইসলাম ফারুকী স্বতন্ত্র জামাত।