বাঁশখালী ইউপি নির্বাচনে ১১জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষানা দিলেন নির্বাচন অফিসার

মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

আজ ১৯ মে বৃহস্পতিবার আসন্ন বাঁশখালী ইউপি নির্বাচনে প্রার্থীদের বাচাই পর্ব অনুষ্ঠিত হলে ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষানা করেন বাঁশখালী নির্বাচন অফিসার।

নির্বাচন অফিসের তথ্য সূত্রে জানা যায় যাদের মনোনয়ন পত্র বাতিল হলো তারা হলেন :- চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে, ১নং পুকু‌রিয়ায় জয়নাল আ‌বেদীন (ঋণ ক্ষেলাপি )
৫নং কালীপু‌রে কাইচার হা‌মিদ (ঋণ ক্ষেলাপি)
৪নং বাহারছড়ায় জয়নাল আ‌বেদীন ঝন্টু (সাজাপ্রাপ্ত )
৯নং গন্ডামারায় আ‌রিফ উল্লাহ চেয়ারম্যান (সম্পদ বিবরণী)
[সংরক্ষিত- ২]
৬নং কাথ‌রিয়ায় শা‌হেদা আক্তার(কারণ সংর‌ক্ষিত সমর্থন কা‌রির স্বাক্ষর মিলে নেই)
[সাধারণ সদস্যদের ]
৪নং বাহারছড়ার ৭নং ওয়াডে আবু সা‌লেক চৌধুরী (প্রে অর্ডার)
৫নং কালীপু‌রের ৩নং ওয়াডে মোঃ রিদুয়ানুল হক (বয়স কম)
১২ নং (ক) শে‌খেরখীলের ৯নং ওয়াডে মিজান আলী রেজবী (বয়স কম)
১১নং পুইছ‌ড়ি‌র ৬নং ওয়াডে মোঃ ইউনুছ (বয়স কম)
১২নং (খ) ছনুয়ার ৫নং ওয়াডে মোঃ সো‌হেল রানা(বয়স কম)
১০নং চাম্ব‌লের ১ নং ওয়াডে না‌জিম উ‌দ্দিন (বয়স কম) মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ করেন নির্বাচন কমিশন।

উল্লেখ্য, উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য সূত্রে চেয়ারম্যান পদে ৮৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৬ জন এবং সাধারণ সদস্য পদে ৬২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। তার মধ্যে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়। তবে ২২ থেকে ২৫ মে পযর্ন্ত আপিল দায়ের করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোট গ্রহণ হবে ১৫ জুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *