বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাঁশখালী ইউপি নির্বাচনে কে কোন প্রতীক পেলেন দেখে নিন

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রামের বাঁশখালী ১৪টি ইউনিয়নের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার (২৭ মে) বাঁশখালীর ১৪ ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

তার মধ্যে যথাক্রমে “পুকুরিয়া” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.মোঃ আক্তার হোসেন (মোটরসাইকেল) ২. মোঃ আসহাব উদ্দীন (আনারস) ৩. বোরহান উদ্দীন মাহমদ নওয়াজ (নৌকা)। “সাধনপুর” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী খোকা (নৌকা) ২. মোঃ আহসান উল্লাহ চৌধুরী (মোটরসাইকেল) ৩. খোন্দকার মোহাম্মদ সালাহ উদ্দীন কামাল (অটোরিক্সা) ৪. চৌধুরী মিয়া মোহাম্মদ আশেক এলাহী (আনারস) ৫. আরিফ উল্লাহ চৌধুরী (টেবিলফ্যান)। “খানখানাবাদ” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ১. মোঃ জসিম উদ্দিন হায়দার (নৌকা) ২. ইছরাত জাহান পিনন (দুটিপাতা) ৩. ওয়াজেদ মোহাম্মদ (ঘোড়া) ৪. মোহাম্মদ জাহেদুল হক (অটোরিক্সা) ৫. মোহাম্মদ নজরুল ইসলাম (আনারস) ৬.জিয়াউল হক চৌধুরী (মোটরসাইকেল) ৭. মোঃ আকবর হোছাইন (চশমা)।
“বাহারছড়া” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১. তাজুল ইসলাম (নৌকা) ২. মোহাম্মদ লোকমান (আনারস) ৩. মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী (অটোরিক্সা) ৪. এম বখতেয়ার উদ্দীন চৌধুরী (চশমা) ৫. মোঃ মুজিবুর রহমান চৌধুরী (মোটরসাইকেল)। “কালীপুর” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.মোহাঃ শাহাদাত আলম (নৌকা) ২. আমিনুর রহমান চৌধুরী (মোটরসাইকেল) ৩.মোঃ খালেকুজ্জামান (ঘোড়া) ৪. মোহাম্মদ রহিম উদ্দীন (অটোরিক্সা) ৫.মোঃ নোমান (আনারস) ৬.কায়সার হামিদ ( টেলিফোন)। বৈলছড়ি” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১. মোহাম্মদ কপিল উদ্দিন (নৌকা) ২. মোহাম্মদ ইব্রাহিম (অটোরিক্সা) ৩. মুহাম্মদ মনছুরুল আলম (মোটরসাইকেল) ৪. আবদুল ওয়াহ্হাব (আনারস) ৫. মুহাম্মদ ইউসুফ (চশমা)। “সরল” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১. রশিদ আহমদ চৌধুরী (নৌকা) ২. জাফর আহমদ (অটোরিক্সা) ৩. মিজানুর রহমান চৌধুরী (চশমা) ৪. মোহাম্মদ লেয়াকত আলী তালুকদার (মোটরসাইকেল) ৫. মোহাম্মদ সালাহউদ্দীন কাদের (আনারস)। “কাথরিয়া” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১. মোঃ শাহ জাহান চৌধুরী (ঘোড়া) ২. মোহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী (অটোরিক্সা) ৩. ইবনে আমিন (নৌকা) ৪. আরিফুল ইসলাম চৌধুরী ( মোটরসাইকেল) ৫. সেলিনা আক্তার শেলী (আনারস)। “শীলকুপ” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১. মোহাম্মদ মহসিন (অটোরিক্সা) ২. মোঃ কায়েশ সরওয়ার (নৌকা) ৩. আলহাজ্ব মাওঃ জাফর আহমদ (চশমা) ৪. মিজানুর রহমান সিকদার (মোটরসাইকেল) ৫. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (আনারস)।
“গন্ডামারা” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.মোহাম্মদ লেয়াকত আলী (আনারস) ২.মোহাম্মদ শিহাব উল হক সিকদার (নৌকা) ৩.মোঃ আজিজুল হক (মোটরসাইকেল) ৪. জেসমিন আক্তার (টেলিফোন) ৫.মোঃ দিদার হোসাইন (চশমা) ৬. সেলিম (অটোরিক্সা)।
“চাম্বল” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.মুজিবুল হক চৌধুরী (নৌকা)
৩.ফজলুল কাদের (আনারস) ৪. মোহাম্মদ এরশাদুর রহমান (মোটরসাইকেল) ৫.সাহেদা বেগম নূরী (চশমা)। “শেখেরখীল” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১. মোহাম্মদ ইয়াছিন (নৌকা), ২. মোঃ মোরশেদুল ইসলাম ফারুকী (চশমা) ৩. ফজলুল কাদের চৌধুরী (অটোরিক্সা) ৪. শেখ মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী (মোটরসাইকেল) ৫. মোঃ আতাউর রহমান (ঘোড়া) ৬.আজিজুর রহমান (আনারস)। “পুঁইছড়ি” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.জাকের হোসেন চৌধুরী (নৌকা) ২.রেজাউল আজিম চৌধুরী (টেবিলফ্যান) ৩. মোহাম্মদ সোলাইমান (ঢোল) ৪. মোহাম্মদ তারেকুর রহমান (অটোরিক্সা) ৫. মুহাম্মদ মুবিনুল হক (চশমা) ৬.কবির আহমদ (ঘোড়া) ৭.শাকের উল্লাহ (ডাব) ৮. নুর মোহাম্মদ ফরহাদুল আলম চৌধুরী ( আনারস) ৯.তফাজ্জল হোসেন চৌধুরী (মোটরসাইকেল)।
“ছনুয়া” ইউনিয়নে চেয়ারম্যান পদেঃ ১.মোঃ মুজিবুর রহমান (নৌকা) ২. এম.হারুনুর রশীদ (মোটরসাইকেল) ৩. রেজাউল হক চৌধুরী (চশমা) ৩. মোহাম্মদ আলমগীর কবির (ঘোড়া) ৪. মোঃ আমিরুল হক (আনারস) ৫. সাজ্জাদুল হক (ডাব) ৬. আনিছ উল হক চৌধুরী (অটোরিক্সা)।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল নবম ধাপে (পরিশিষ্ট-ক) ১৩৫ টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ইভিএম পদ্ধতিতে আগামী ১৫ জুন বাঁশখালী উপজেলার ১৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।