বাঁশখালী থানার এস আই(নিরস্ত্র) নাজমুল হক সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ২৩/১১/২০২০খ্রি: বিকাল ০৩.৩৫ টায় থানাধীন পুইছড়ি এলাকায় বাশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে রাস্তায় অভিযান চালিয়ে অভিনব কৌশলে ওলকচুর ভিতর লুকিয়ে পাচারকালে ১৫,৩০০ (পনের হাজার তিন শত) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিক্সাসহ আসামী- ০১.রামিছা বেগম( ২২),স্বামী-ছৈয়দ কাসিম, সাং চরপাড়া, ঈদগড়, থানা- রামু, আসামী ২.জহুরা বেগম(৫০) স্বামী- মৃত নবী হোসেন, সাং- সোয়া জাইন্যা পাড়া, থানা- চকরিয়া ও আসামী ৩. মোঃ নাছির(৪০)পিতা- উকিল আহাম্মদ, সাং-সুতিপাড়া, থানা- পেকুয়া, সর্ব জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করে। এ সংক্রান্তে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply