আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বাঁশখালী থানার এসআই আকতার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ২২/১১/২০২০খ্রি: দুপুর ০২.১০ টায় বাঁশখালী থানাধীন পুইছড়িতে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিন পাশের রাস্তায় অভিযান চালিয়ে ১,০০০ (একহাজার) পিস ইয়াবাসহ আসামী রাবেয়া খাতুন(৪৮), স্বামী-আব্দুল মোহাম্মদ, সাং- আমতলী, হোয়াইকং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে। বিকাল ০৫.২০ টায় এসআই আকতার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ পুইছড়িতে বাশখালী-পেকুয়া প্রধান সড়কে ফুটখালী ব্রীজের দক্ষিন পাশের রাস্তায় অপর এক অভিযান পরিচালনা করে ১,০০০ (একহাজার) পিস ইয়াবাসহ আসামী আয়শা বেগম( ৪৫), স্বামী-মৃত আবদুল্লাহ, সাং-জালিয়াপাড়া, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে।
এ সংক্রান্তে বাঁশখালী থানায় পৃথক মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply