শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাঁশখালী প্রধান সড়কের ওপর থেকে মাছ বাজার সরিয়ে দিলেন নির্বাহী অফিসার

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রাম (১৬) বাঁশখালী উপজেলার প্রধান সড়কের বিভিন্ন পয়েন্টে যানজটে দূর্বিসহ হয়ে উঠেছে সাধারন নাগরিকদের দৈনন্দিন জিবন। যানজট নিয়ে বিড়ম্বনা এখন নিত্য নৈমিত্যিক ব্যাপার। যানজটের অন্যতম কারন উপজেলার প্রধান সড়কের উপর শাকসব্জী মাছ মাংসের বাজার। যে যার ইচ্ছামত সকাল সন্ধ্যা সড়কের উপর বাজার বসে, দেখার যেন কেউ ছিলনা।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দির্ঘদিন থেকে জোর সমালোচনা চলছিল। উপজেলার প্রধান সড়কের নাপোড়া, চাম্বল, শিল্কুপ টাইম বাজার, বৈলছড়ি, গুনাগরীতে এসব কাঁচাবাজার বসে প্রতিনিয়ত দির্ঘসময় ধরে যানজট সৃষ্টি করে কর্মজীবি মানুষের মুল্যবান সময় নষ্টসহ ব্যস্ততম মানুষের জিবনকে দুর্বিসহ করে তুলেছে। অথচ এসব বাজারগুলোর প্রায় সব বাজারই সরকারি ইজারাকৃত বাজার।
৩১ জানুয়ারী’২২ ইং সোমবার সকাল ১১ টার সময় বাঁশখালী উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা গুনাগরী চৌমুহনী চৌ-রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে সড়কের উপর থেকে মাছ বাজার সরিয়ে বাজারের ভিতরে পুর্বের মাছ বাজারে স্থাপন করেন। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত …