বৃহস্পতিবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি

বাঁশখালী প্রেস ক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

 

শুক্রবার (২৭ নভেম্বর ২০) সকালে প্রেস ক্লাবের আহ্বায়ক দিলীপ কুমার তালুকদরের সভাপতিত্বে এতে ২০০১ সালে বহিস্কৃত এক সদস্যের বিষয়ে আলোচনা করেন সদস্যরা।

অভিযোগ হলো- বহিস্কৃত ওই সদস্যের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে বাঁশখালী প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে সুবিধা আদায়ের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানা গেছে।

প্রেস ক্লাবের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে পরিচয় প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বাঁশখালী প্রেসক্লাবের দুই যুগ পূর্তি ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বিভিন্ন দৈনিকে প্রেস ক্লাবের সদস্যপদ প্রদানের জন্য আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন- প্রেস ক্লাবের আহবায়ক কমিটির মোহন মিন্টু, সাবেক সভাপতি অনুপম কুমার অভি, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক মো. ইলিয়াছ, গোলাম শরীফ টিটু, সাবেক সাধারন সম্পাদক কল্যাণ বড়ুয়া মুক্তা, শফকত হোসাইন চাটগামী, আব্দুল মতলব কালু, সদস্য আবু বক্কর বাবুল, শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, আবদুল জব্বার প্রমুখ।