আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
আজ (১৯ মে ২১) সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন উপজেলা পরিষদের সামনে অনুষ্টিত হয়।
এ সময় দৈনিক পুর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার দে অভি, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ আবদুল জব্বার, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশ ও মানবকন্ঠ প্রতিনিধি মু. মিজান বিন তাহের, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য, দৈনিক দেশ প্রতিনিধি হিমেল বাপ্পা, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, চট্টলা ২৪.কম এর প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ, দৈনিক বায়ান্ন প্রতিনিধি তাফহীমুল ইসলাম ,আজকের বাঁশখালীর নিজস্ব প্রতিনিধি মোঃ আমান উল্লাহ
প্রমুখ উপস্থিত ছিলেন । এ সময় বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান ।
মানববন্ধন কালে বাঁশখালী থানা পুলিশ নিরাপত্তা নিশ্চিত করায় তাদের ধন্যবাদ জানানো হয় । মানববন্ধন শেষে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন সাংবাদিক নেতৃবৃন্দ ।