মোঃ সাব্বির মামুন(কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
আজ শুক্রবার ২০ রমজান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজিব পুর উপজেলা শাখার পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলে ও আলোচনা সভায় সভাপতি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মফিজুল হক, প্রধান অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি,এডভোকেট মোঃ ইয়াসীন আলী সরকার, বিশেষ অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখা আমীর, জননেতা মাওলানা মোঃ আব্দুল লতিফ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রৌমারী উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ডাঃ মোঃ শাহাবউদ্দিন আরও উপস্থিত ছিলেন অন্য অন্য নেতৃ বিন্দু।
উক্ত ইফতার মাহফিলে বক্তরা বলেন,
শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে,
স্বাধীনতার পর থেকে অসংখ্য শ্রমিক সংগঠন প্রতিষ্ঠা লাভ করা সত্তেও শ্রমিকের কাক্সিক্ষত অধিকার প্রতিষ্ঠা করা যায়নি। মূলত শ্রমিক সংগঠনগুলোর আদর্শিক বিরোধের কারণে অনেক সময় শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলন সম্ভব হয়নি। যার ফলে মেহনতি শ্রমিকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা শ্রমিক সংগঠন করি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য। তাই শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে এই বৃহত্তর জনগোষ্ঠীর সমস্যা দূরীকরণ হবে।
Leave a Reply