বান্দরবানের লামায় ফাইতং – বানিয়ার ছড়া ইজিবাইক টমটম মালিক -শ্রমিক সমবায় সমিতি লিঃ আলোচনা সভা রেজিঃ নং ৭২৬ বিশাল আলোচনা সভা ও সুধী সমাবেশ। (১০ ফেব্রুয়ারী) শুক্রবার বিকালবেলা ফাইতং স্টেশন।
অনুষ্ঠান উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান, প্রধান অতিথি হিসেবে ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মো. ওমর ফারুক, বিশেষ অতিথি আওয়ামিলীগ সহসভাপতি মাহামুদুর রহমান শুক্কুর, যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ এইচ এম আহসান উল্লাহ, শ্রমিক ইাউনিয়ন সমিতি, সাধারণ সম্পাদক আবু মুছা, বরইতলী ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ আলমগীর, যুবলীগ নেতা সাদ্দাম হোসাইন শাহীন, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়, সাংবাদিক মোঃ ইসমাইলুল করিম, মহিলা মেম্বার মহিলা আওয়ামিলীগ সভাপতি শাহেদা ইয়াসমিন শাহেদা।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি থোয়াইম্রা মার্মা, সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ বশিরসহ ইজিবাইক টমটম মালিক-শ্রমিক সমবায় সমিতি লিঃ সদস্য বৃন্দা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উক্ত সমিতি সভাপতি মোহাম্মদ মোকাদ্দেস, সঞ্চালনায় করেন ফরহাদ আহমদ সজল।
বিশেষ অতিথি সাদ্দাম হোসাইন জয় বক্তব্য বলেন, পুরো ফাইতং-বানিয়ার ছড়া ইজিবাইক টমটম এই ইউনিয়নে যাত্রী সাধারণের যোগাযোগ পরিসেবার ক্ষেত্রে ইজিবাইক টমটম যুগান্তকারী ভূমিকা রাখবে বলে এ সমিতির নেতারা আশাবাদী। সমিতির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে তিনি স্থানীয় প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন।
বিশেষ অতিথি শেখ এইচ এম আহসান উল্লাহ বলেন, ‘সমগ্র ফাইতং-বানিয়ার ছড়া ইজিবাইক টমটম মালিক -শ্রমিক সমবায় সমিতি লিঃ’ নামে এ সংগঠন ইতোমধ্যে জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন লাভ করেছে। নিবন্ধন নং- ৭২৬। সম্প্রতি ফাইতং বাজারের এ সমবায় সমিতির কমিটি গঠিত হয়। সমবায় সমিতি আইন ২০০১এর ১৮(২) এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর ৩২ (১) বিধিমতে কমিটি গঠিত হয়েছিল।
অনুষ্ঠান উদ্বোধন মোহাম্মদ ছালেকুজ্জমান এবং অতিথিরা বক্তব্য বলেন, ফাইতং-বানিয়ার ছড়া ইজিবাইক টমটম মালিক -শ্রমিক সমবায় সমিতি লিঃ সমৃদ্ধি কামনা করে দিক নির্দেশনা প্রদান করেন। এতে দেশ ও দশের কল্যাণে এই সমিতি’কে কাজ করার আহ্বান জানান। ইজিবাইক টমটম মালিক-শ্রমিক সমবায় সমিতির রেজিষ্ট্রেশন সহযোগিতা এ ধরনের আয়োজনে যারা শ্রম দিয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠান প্রধান অতিথি মোঃ ওমর ফারুক বলেন, ইজিবাইক টমটম মালিক-শ্রমিক সমবায় সমিতি লিঃ সবার আখেরাত কে আজীবন স্মরণ রেখে শ্রমিকদের টমটম চালানো আহবান এবং যাত্রীদের সর্বদা সম্মানের সহিত ব্যবহার করে গাড়ি চলাতে বলে। তিনি আরো বলেন, এক সময়ে এলাকায় রাস্তা তেমন গাড়ি চলাচল করতে পারতো না। বর্তমানে সরকারের ডিজিটাল উন্নয়ন বাংলাদেশ করার কারণে সব শ্রমিকরা সহজে গ্রামে গাড়ি চলাচল করছে। যা একটি উন্নয়ন অভূতপূর্ব পরিবর্তন বলে তিনি দাবি করেন।
পরিশেষে সকল অতিথিবৃন্দ কে সাথে নিয়ে কেক কেটে অনুষ্ঠানিক কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।
Leave a Reply