শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বান্দরবানে পরিবেশ অধিদপ্তর নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ কেজি পলিথিন জব্দ, ২০০০ হাজার টাকা জরিমানা।

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক বান্দরবানঃ

অদ্য ১ নভেম্বর, ২০২২তারিখে (মঙ্গলবার) পরিবেশ অধিদপ্তর,ও বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক বান্দরবান বাজার এলাকায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(ক) অনুযায়ী ২০০০/-টাকা জরিমানাসহ ১০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। উক্ত মোবাইল কোর্টে দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব প্রবীর কুমার বিশ্বাস। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ আশফাকুর রহমান প্রসিকিউশন প্রদান করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক জনাব মো: ফখর উদ্দিন চৌধুরী ও বান্দরবান সদর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।