মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাসা থেকে ব্যাংকে যাওয়ার পথে আলা উদ্দিন কে অতর্কিত হামলা

প্রকাশিত হয়েছে-
কক্সবাজার উপজেলা প্রতিনিধি:- মোঃ হোসেন (সুমন),

অদ্য ০৮/০৫/২০২২ইং তারিখে অনুমানি দুপুর ১২টা সময় ঘটনাটি ঘটে। ঐ দিন আলা উদ্দিন (৩৬)এবং তাহার ছোট ভাই সালা উদ্দিন (৩২)উভয় পিতা -নুরুল ইসলাম সর্ব সাং ওয়ালা পালং
মালভিটা পাড়া,৫নং ওয়ার্ড ইউনিয়ন -রাজাপালং,থানা-উকিয়া,জেলা -কক্সবাজার।
আলাউদ্দিন এ ছোট ভাই
সালাউদ্দিন কীটনাশক ব্যবসার মালা মাল কিনার জন্য সোনালী ব্যাংকে টাকা টি,টি করিতে পাটিয়ে ছিল।

যাওয়ার সময়।কামাল উদ্দিন প্রকাশ ইয়াবা কামাল (৪০)পিতা-মৃত জুনু মিয়া সাং -ওয়ালা পালং সিকদার বিল,রাজাপালং ইউনিয়ন, থানা-উকিয়া,জেলা-কক্সবাজারসহ অজ্ঞাতনাম৩/৪জন ব্যক্তি আালা উদ্দিন উপরে অতর্কিত হামলা করে। এবং এই সন্ত্রাসীরা এলোপাতাড়ি দা,লোহার রড়, লাঠি, ছোরা,হাতুড়ি ইত্যাদি দিয়া মারাত্মক ভাবে রক্তাক্ত করে। ঐ সন্ত্রাসীরা (১.৫০.০০০)
টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। আর প্রকাশ্যে খুন করবে বলে হুমকি প্রদান করে। এই সন্ত্রাসী দেশের প্রচলিত আইনকানুন মানে না। তাঁরা প্রায় জায়গায় বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে বলে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয় স্থানীয় থানাতে অভিযোগ দায়ের কারা হয়েছে। অভিযোগকারী অসুস্থ থাকার কারণে নিউজ আপডেট করতে একটু বিলম্ব হইল। এলাকার জনসাধারণের দাবি এই সন্ত্রাসী ভাড়াটে গুন্ডা বাহিনীকে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি।