মঙ্গলবার , ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিএনপি কর্তৃক প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে গাবতলীতে যুবলীগের সমাবেশ

প্রকাশিত হয়েছে-

রাকিব মাহমুদ ডাবলু- স্টাফ রিপোটার,

বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলার সুনাম ধন্যে চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বলেছেন, আওয়ামী লীগ শান্তির রাজনীতি করে। জনগণের জানমাল রক্ষা করা আওয়ামী লীগের আর্দশ। যারা বিভিন্নভাবে বাংলার মা জনদরদী প্রধানমন্ত্রীকে নিয়ে অসালীন ভাষায় বক্তৃতা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য সফল হতে দেবে না জনগণ।

রাজপথেই তার সমাচীন জবাব দেবে আ’লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা। তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে বলেই নিজেদের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হয়েছে বিশাল পদ্মা নদীর বুকে। এই সেতু নির্মাণের ফলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে দূর্বার গতিতে। তিনি আরও বলেন, সম্প্রতি গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি কর্তৃক প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছে আগামী ৭দিনের মধ্যে পুলিশ প্রশাসন এর ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

সারাদেশে বিএনপি কর্তৃক প্রধানমন্ত্রীকে অসালীন ভাষায় কটুক্তির প্রতিবাদে গতকাল সোমবার বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগের উদ্যোগে স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তার পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) নুরেজ্জামান সিদ্দীকি, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রেকসেনা আকতার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য এ্যাডঃ নাফরু, বগুড়া পৌর আ’লীগ নেতা শেখ শামীম, এ্যাডঃ রুপালী, জেলা যুবলীগ নেতা মাইসুল তোফায়েল কোয়েল, লতিফুল ইসরাত মুন্না, শিপুল, বাপ্পি চৌধুরী, ডনেল, সাজেদুর রহমান সিজু, নাছির উদ্দিন নান্নু, কাউছার হামিদ রুবেল, জাকারিয়া আদিল, এনামুল হক মনির, আজমেরী খোদা নোমান, এমরান আলী রনি, রাসেল মন্ডল,তাপস চক্রবর্তী, আনন্দ কুমার দাস, জান্নাতুল আলম খান রুমেন, পৌর আ’লীগের সভাপতি আজিজার পাইকার, সাধারণ সম্পাদক দিলু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, তারাজুল ইসলাম টিটু, আহসান হাবিব মিঠু পাইকার, যুবনেতা জাফরু পাইকার, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মানিক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর হিরণ পাইকার, সহ-সভাপতি মাহবুব, সাংগঠনিক সম্পাদক পিপুলসহ আ’লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।