সারাদেশের ১৭০ জন প্রতিযোগিদের মধ্যে ফাষ্ট বোলার হিসেবে ৪২ তম স্থান অর্জন করে ফিদা ও অপরদিকে ব্যাটার হিসেবে ১৪৭ তম স্থান অর্জন করেন মাহি।
ঈদগাঁও ইউনিয়ন জাগীর পাড়া ১নং ওয়ার্ডের ডুবাই প্রবাসী মো: ফরিদুল ইসলাম এর ছেলে ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতন স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল নওশাদ ফিদা,
অপর দিখে নতুন অফিস ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মনছুর আলম এর ছেলে খুটখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল মরওয়ান মাহি ।
ঈদগাঁও ক্রিকেট একাডেমি হেড কোচ শাহরিয়ার খাঁন বলেন, প্রিয় ঈদগাঁওবাসী আপনারা আমাদের ঈদগাঁও ক্রিকেট একাডেমির জন্য দোয়া করবেন,
আমাদের ২জন ছাত্র মাহি ও ফিদা বিকেএসপির তৃণমূল পর্যায়ে ট্রায়েলে উত্তীর্ণ হয়েছে ১ মাসের ক্যাম্পের জন্য, এই ক্যাম্প সফলভাবে শেষ করে পরবর্তী ২মাসের ক্যাম্পে যাতে ডাক পায় সেজন্য মন থেকে দোয়া করবেন।
Leave a Reply