শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভায় উপস্থিত থেকে আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোহতিরিমা সিফাত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ চন্দ্র কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ৭ ইউপি চেয়ারম্যানদ্বয় হুমায়ুন কবির বাদশা, আব্দুর রাজ্জাক, ইউনুস আলী মন্ডল, আবুল কালাম আজাদ, রহমত আলী, চিত্ত রঞ্জন পাহান, আঃ মালেক মন্ডল প্রমুখ।

বিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিরামপুর মহিলা কলেজে উপধ্যাক্ষ মেজবাউল হক, সমাজ সেবা অফিসার রাজুল ইসলাম, যুব অফিসার জামিল মুন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ,২০ ও ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) ক্যাম্প কমান্ডারবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা কমিটির ব্যাপক আলোচনা সভা শেষে মহান একুশে ফেব্রুয়ারি ও ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিসভায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।