দিনাজপুরের বিরামপুরে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টায় কমিউনিটি বেজড্ অর্গানাইজেশন (সিবিও) বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর আয়োজনে এবং বিরামপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অত্র সমবায় সমিতির প্রফেসরপাড়া নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী। এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার আল মামুন, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর নূর আলম, সমবায় উপ পরিদর্শক ওবায়দুল হক, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বেনেডিক্ট পবিত্র ক্রুশ, সমবায় সমিতির সহ-সভাপতি সাংবাদিক শাহ্ আলম মন্ডল, সম্পাদক আবেদুর রহমান বিশ্বাস, সিবিও ম্যানেজার শাহিন কাদির, প্রোগ্রাম অফিসার শাহ্ আলম প্রমূখ।
এতে সিবিও সদস্য, ইউপিজি সদস্য, শিশু ও যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply