মঙ্গলবার , ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিরামপুরে (এবি) পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুর জেলা আহবায়ক কমিটি গঠণের লক্ষ্যে আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১এপ্রিল) বিকেলে বিরামপুর কমিউনিটি সেন্টারে এই জেলা সম্মেলন ২০২২ অনুষ্টিত হয়।

আমার বাংলাদেশ (এবি পার্টি) দিনাজপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সমন্বয়ক হাদিসুর রহমানের সঞ্চালনায় জেলা সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি এবি পার্টি কেন্দ্রীয় কমিটির আহবায়ক এ,এফ,এম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ডাঃ মেজর (অব:) আঃ ওহাব মিনার, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব অধ্যাপক আবু হেলাল, সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ ও স্থানীয় নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ডাঃ মেজর (অব:) আঃ ওহাব মিনার অধ্যক্ষ শহিদুল ইসলামকে আহবায়ক, মেহেদী হাসান চৌধুরী পলাশকে সদস্য সচিব ও আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি এবং আবু বককর সিদ্দিককে আহবায়ক ও সদস্য সচিব মাওলানা ইয়াকুব আলীসহ ৬৩ সদস্য বিশিষ্ট বিরামপুর উপজেলা আহবায়ক কমিটি এবং আনোয়ার হোসেনকে আহবায়ক ও সদস্য সচিব ওয়াহেদুজ্জামান আসিকসহ ৩১ সদস্য বিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন।